ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৭:১৬, ৩০ জুন ২০২৫

ঝিনাইদহে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর গ্রামে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে এই ধর্ষণের ঘটনা ঘটলেও সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। রাত সাড়ে ৯ টার দিকে ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর প্রতিবেশী অভিযুক্ত তানভীর হোসেন ওরফে সোহেল মন্ডলকে (৩১) সমশপুর গ্রামের একটি দোকান থেকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় রাত ১ টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় সোহেল মন্ডলকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুরে ১২ বছর বয়সী ওই কিশোরী প্রতিবেশী সোহেল মন্ডলের বাড়িতে যায়। সেসময় সোহেল তার শিশু সন্তানকে কোলে নেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে আসলে সন্ধ্যায় কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হয়। তখন সে তার মাকে বিষয়টি জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর মা জানায়, তার মেয়ে লেখাপড়া করেনা। বাড়িতেই বেশী সময় থাকে। মাঝে মধ্যে প্রতিবেশী সোহেল মন্ডল এর বাড়িতে যায়, তার ছোট শিশুকে কোলে নেয়। রবিবারও তাদের বাড়িতে যায়। তখন সোহেল বাচ্চা কে কোলে নেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এই পাশবিক নির্যাতন করে। প্রশাসন যেন সঠিক তদন্ত করে এর সঠিক বিচার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, থানায় মামলার পর অভিযুক্ত আসামী সোহেল মন্ডলকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

সায়মা ইসলাম

×