ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে হবিগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিল

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ২০:১৭, ২০ জুন ২০২৫

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে হবিগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনিশ্চয়তা কাটিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অভিভাবক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা যুবদল।

শুক্রবার হবিগঞ্জ জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শত শত নেতাকর্মী নিয়ে বিশাল আন্দন মিছিল বের হয়। শহর প্রদক্ষিণ শেষে টাউন মসজিদের সামনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ।
বক্তব্য রাখেন জেলা- যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 

রাজু

×