ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষায় তিন চাকার ‘অটো এম্বুলেন্স’

মোঃ শাহীন আলম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৯:৩৫, ২০ জুন ২০২৫; আপডেট: ১৯:৩৬, ২০ জুন ২০২৫

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষায় তিন চাকার ‘অটো এম্বুলেন্স’

ছবিঃ জনকণ্ঠ

দূর-দূরান্তের, প্রান্তিক জনগোষ্ঠীর, চরাঞ্চলের রোগী যখন হাসপাতালে পৌঁছাতে পারেন না, তখন তাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে একটি ছোট্ট যান—তিন চাকার ‘অটো এম্বুলেন্স’।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া এই অভিনব পরিষেবা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 কাঁচা রাস্তায় যেখানে সাধারণ এম্বুলেন্স পৌঁছাতে হিমশিম খায়, সেখানে এই ব্যাটারিচালিত অটোরিকশা রূপ নিয়েছে চলমান জীবনের শেষ ভরসায়। খুব সহজেই সরু রাস্তা ও কাদা মাটির পথ পাড়ি দিয়ে তা পৌঁছে যাচ্ছে দুর্গম এলাকায়, সময়মতো রোগীকে নিয়ে যাচ্ছে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে।

অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ। 


চিকিৎসা সেবার এই নতুন মাত্রা শুধুমাত্র একটি বাহন নয়, এটি এক টুকরো মানবতার প্রতিচ্ছবি। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকল শ্রেণিপেশার মানুষ।

আলীম

×