ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে মাদক ব্যবসা, ইয়াবা ও পিস্তলসহ যুবক আটক 

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯:৪২, ১৪ জুন ২০২৫

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে মাদক ব্যবসা, ইয়াবা ও পিস্তলসহ যুবক আটক 

ছবি: দৈনিক জনকণ্ঠ।

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে ইয়াবা, চাইনিজ কুড়াল ও পিস্তল সহ আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি পরিচালক মো: মুকুল নামে এক যুবককে আটক করেছে।

শনিবার (১৪ জুন) ভোর ৪ টার দিকে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মুকুল শীবগঞ্জ এলাকার মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সী ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, শীবগঞ্জ বাজারে দীর্ঘ দিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির নামে মাদক ও সুদের ব্যবসা চালিয়ে আসছে, এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে ছিল। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সমবায় সমিতি ঘেরাও করা হয় এবং একজনকে সেনাবাহিনী আটক করে।

পরবর্তীতে সেনাবাহিনী আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে তল্লাশি করে স্বাক্ষর যুক্ত ৬শ’টি ব্যাংক স্ট্যাম্প, ৪৭০পিস ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন মুদ্রা, ৬টি নোট, একটি চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে । আটককৃত ইয়াবার মূল্য ২ লাখ টাকা বলে জানা যায়। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ পুলিশে হস্তান্তর করা হয়। 

অভিযোগে জানা যায়, সমিতির আড়ালে তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিল এবং টাকা দেয়ার নামে অনেক অসহায় মানুষের কাছে থেকে ব্যাংক স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখতেন। কেউ যদি নিয়মিত সুদ দিতে না পারে পিস্তল দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হতো। আর বাইরের মানুষ যাতে তাদের কার্যক্রম বুঝতে না পারে সে জন্য বাজারের প্রত্যেকটি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে বাজারে কি হচ্ছিল তা অফিসে বসে নিয়ন্ত্রণ করে আসছিল।

মিরাজ খান

×