ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানে মিলল শিশুর নিথর দেহ

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৭:৩১, ১৪ জুন ২০২৫

পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানে মিলল শিশুর নিথর দেহ

ছবি: জনকন্ঠ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া ৮ বছরের শিশু মো. আরিয়ানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (১৪ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে লাকড়ি সংগ্রহের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায় সে এবং নিখোঁজ হয়।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে নিখোঁজ শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশু আরিয়ানের বাড়ি উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায়। সে মো. জাকির হোসেনের ছেলে এবং ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, “ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ডুবুরি দল পাঠাই। নদীর স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা সময় লেগেছে। অবশেষে নিখোঁজ হওয়ার স্থানের কাছাকাছি এলাকা থেকেই শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।” শিশু আরিয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শহীদ

×