ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আমরা ক্যাশের পরিবর্তে ক্রেস্ট উপহার দিতে পেরেছি: ড. মাসুদ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।

প্রকাশিত: ১৭:৩২, ১০ জুন ২০২৫; আপডেট: ১৭:৩৩, ১০ জুন ২০২৫

আমরা ক্যাশের পরিবর্তে ক্রেস্ট উপহার দিতে পেরেছি: ড. মাসুদ

বাংলাদেশ জামায়তে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “২০২৪ সালে জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমাদের ছাত্র, শিক্ষক, তরুণ, যুবক ও শ্রমিকরা জীবনবাজি রেখে এমন সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পেরেছে বলেই এখন আমরা ক্যাশের পরিবর্তে ক্রেস্ট উপহার দিতে পেরেছি। অতীতে বাউফলে বলা হতো ক্রেস্ট চাইনা ক্যাশ চাই।আমাদের ক্যাশ দেখিয়ে আর বিভ্রান্ত করা যাবেনা।

মঙ্গলবার (১০ জুল) সকাল ১০ টায় উপজেলার বাউফল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা এবং ছাত্র ও তারণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আগামী দিনে শুধু বাউফল না, আগামী দিনে শুধু বাংলাদেশ না, আগামী দিনে বিশ্বের দরবারে বাউফলকে মাথা উঁচু করে তুলে ধরবো। বাউফল শুধু বাংলাদেশের না বাউফল সারা বিশ্বের। বাউফলের কথা শুনলে মানুষ আমাদের সম্মান দেয়। এই সম্মান এবং মর্যাদার মাথা ভেঙে আর কেউ আমাদের ছোট করতে পারবে না।

তিনি আরও বলেন, “আগামী দিনের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সচিবালয় পরিচালনায় তাঁদের কাছে পৌছাবার জন্য আমরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিব। এই ক্রেস্ট সুধু একটা ক্রেস্ট না, এই ক্রেস্ট তোমাদের জন্য কাঁধে একটা বোঝা চাপিয়ে দিচ্ছি। এ বোঝা বহন করার জন্য তোমাদের অধিক মাত্রায় লেখাপড়া করতে হবে। এই বোঝা বহন করার জন্য অশ্লীলতা, বেহায়পনা থেকে বিরত থাকতে হবে।

জামায়াতের এই নেতা আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের হাত ক্রেস্ট তুলে দিব, এই ক্রেস্ট নিয়ে তাঁরা প্রত্যেকে হাত জাগাবে সেই ছবি তুলে আমরা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিব। এই বাউফল শুধু ক্রেস্ট ধারণ করে নাই, এই বাউফল বিশ্বকে ধারণ করেছে।

সংর্বধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ ডা. রেজওয়ানুল হক, অ্যাডভোকেট নাজমুল আহসান, মাওলানা মো. ইসাহাক মিয়া, মোঃ রকিবুল ইসলাম নূর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ লিমন হোসাইন। এসময় ৭ হাজার ৩শ কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, ব্যাগ, টি-শার্ট, নোটবুক, কলম ও বইসেট পুরষ্কার হিসেবে দেয়া হয়। সাথে দেয়া হয় দুপুরের খাবার। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে একাডেমিক আলোচনা করেন, ইঞ্জিয়িার আলী আম্মার মুয়াজ, ডা. মোঃ মুনতাসির ওয়াদুদ, নাহিদ ফারুক আল আজহারি, অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ।

রিফাত

×