ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল,অপপ্রচার মূলক সংবাদে প্রতিবাদ

এইচ এম মোনায়েম খান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৭:২২, ২৮ মে ২০২৫

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল,অপপ্রচার মূলক সংবাদে প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের গঠিত কমিটি স্থগিতের একমাস পর মিথ্যা সংবাদের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা দলের সংবাদ সম্মেলন। কমিটি স্থগিতের পর বাতিল ঘোষণা। 

সিরাজগঞ্জেের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের একদিন পরেই বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় গঠিত কমিটি স্থগিত করার একমাস পর একটি বেসরকারি টেলিভিশন,একটি জাতীয় পত্রিকা ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরটিকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা  দল।  সংবাদ সম্মেলনে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের স্থগিতকৃত কমিটি বাতিল করা হয়।

বুধবার ( ২৮ মে)  বেলা ১১ টার সময় সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা গলিতে অবস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ  ভবনের তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট অফিসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলেন,সংবাদটিকে ঘিরে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত।

মূলত গত ২০ এপ্রিল তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের একটি কমিট অনুমোদন দেওয়া হয়। কিন্তু গঠিত কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থি কিছু বীর মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত থাকায় পরের দিন ২১ এপ্রিল তারিখে সেই কমিটি স্থগিত করা হয়।

স্থগিত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়। কমিটি স্থগিত সংক্রান্ত প্রতিবেদন  ৫ মে তারিখে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন,কমিটি স্থগিতের একমাস পর ২০ মে তারিখে গণমাধ্যমে লেনদেনের এই ধরনের মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা দল বিব্রত হয়েছে। এ সংক্রান্ত কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের প্রচারিত সাক্ষাৎকারটির কোন ভিত্তি না থাকায় দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। 

জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল দৃঢ়তার সাথে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাদের মধ্যে কোন লোভ লালসা ছিল না এখনো নাই।

বীর মুক্তিযোদ্ধারা অর্থের কাছে বিক্রি হতে পারেনা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বীর মুক্তিযোদ্ধাদের সুনাম ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন  করছে। জেলা মুক্তিযোদ্ধা দল মিথ্যা, বানোয়াট,অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বিভ্রান্ত না হওয়ার  জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে এবং ২৮ মে তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল ঘোষণা করছে 
 

হ্যাপী

×