ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সিলেট ও সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার, সিলেট:

প্রকাশিত: ১৬:৪০, ২৮ মে ২০২৫

সিলেট ও সুনামগঞ্জের তিন সীমান্ত দিয়ে আরও ৬৮ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে একরাতে আরও ৬৮ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তাদের আটক করে।

আটকদের মধ্যে ১৮ জন পুরুষ, ২২ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। এদের বাড়ি কুড়িগ্রাম, যশোর ও বাগেরহাট জেলায়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ বিজিবির অধীনস্থ তিনটি সীমান্ত দিয়ে বুধবার রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কয়েকটি দলে বিভক্ত হয়ে ৬৮ জনকে পুশ-ইন করে বিএসএফ। সকালের মধ্যেই বিজিবি তাদের আটক করতে সক্ষম হয়।

সিলেট জেলার কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ঝিংগাবাড়ি এলাকা দিয়ে পুশ-ইন হওয়া ৬টি পরিবারের ২০ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে। সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

অন্যদিকে, বিজিবির অপর একটি টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা থেকে ৫টি পরিবারের ৩২ জন সদস্যকে আটক করে। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ১০ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। এদের মধ্যে কুড়িগ্রামের ১৯ জন, যশোরের ৯ জন এবং বাগেরহাট জেলার ৪ জন।

এছাড়াও, সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অন্তর্গত ছনবাড়ি এলাকা থেকে আরও ৫টি পরিবারের ১৬ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যেও ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

নুসরাত

×