ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কনফারেন্সে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৪:৩১, ১৯ মে ২০২৫

কনফারেন্সে যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে বীরগঞ্জের ২৮ মাইল নামকস্থানে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো ৫ জন।

সোমবার (১৯ মে) সকাল ৭ টার দিকে ঠাকুরগাঁও দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী (৪০), অডিটর দেলোওয়ার হোসেন (৪২),সুপার ইমরুল হোসেন (৪০) ও গাড়িচালক মানিক (৪৩)। তারা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

এতে গুরুতর আহত হয়েছেন একই দপ্তরের অডিটর আল-মামুন (৪০), মিজানুর রহমান (৪৮), আব্দুল মান্নান (৪৪), নাহিদ হোসাইন (৩২) ও অজ্ঞাত একজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ  জানায়, রংপুরে অফিসিয়াল মিটিং এ অংশ নেবার জন্য ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয় থেকে একটি দল মাইক্রেবাসযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭ টার দিকে মাইক্রোবাসটি দিনাজপুর -ঠাকুরগাঁওয়ের মাঝামাঝি ২৮ মাইল নামক স্থানের বাবলু ফার্মের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন এবং আহত হন ৬ জন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০শ্যাযার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আরও দুজন মারা যান।

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। আহত অবস্থায় আরো কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরবর্তীতে তাদের মধ্যে আরও দুজন মারা যায়। বাকিদের চিকিৎসা চলমান রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। 

সজিব

×