
ছবি: জনকণ্ঠ
বাউফলের নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চ ঘাটের টার্মিনালের সাথে সংযোগ জেটি ভেঙে যাওয়ার পর প্রায় এক বছরেও মেরামত করা হয়নি। ফলে লঞ্চে উঠতে গিয়ে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয়দের দাবি নৌপরিবহন সেক্টরে দায়িত্ব অবহেলার কারণে ঢাকা, বরিশাল ও ভোলা রুটের লঞ্চ যাত্রীরা এ ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় ধানদী এলাকার মোঃ সাহাবুদ্দি চৌধুরী বলেন, প্রায় ৯ মাস ভেঙ্গে আছে টার্মিনালের জেটিটি ভেঙ্গে গেছে। এরপর যাত্রীদের নৌকা দিয়ে টার্মিনালে উঠতে হয়।
এলাকার লোকজন দ্রুত পদক্ষেপ নিতে নৌপরিবহন সেক্টরের দায়িত্বরত কর্মকর্তার প্রতি দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পটুয়াখালী নদীবন্দরের কর্মকতা জাকী সাহারিয়ার বলেন, নৌপরিবহন সেক্টরের ইঞ্জিনিয়ারিং বিভাগকে জানানো হয়েছে। আশা করি কয়েক দিনের মধ্যে মেরামত করা হবে।
এএইচএ