ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে বাউফলে বিএনপির লিফলেট বিতরণ

কামরুজ্জামান বাচ্চু, নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী।।

প্রকাশিত: ২৩:৩১, ১৬ মে ২০২৫

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে বাউফলে বিএনপির লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য  আজ শুক্রবার (১৬ মে) বাউফল উপজেলার ৫ নং সূর্যমনি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে। 

বাউফল উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের নেতৃত্বে এ  লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বিএনপি নেতা লেনিন বলেন, "দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপি প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছানোর কাজ করছি। সাধারণ জনগণের বিএনপি, ধানের শীষ এবং জিয়া পরিবারের প্রতি যে আস্থা, ভালোবাসা এবং বিশ্বাস তা আমরা সমুন্নত রেখেই দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই।"

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ মুন্না, সাবেক সদস্য সচিব রিয়াজ, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য শাহ আলম মুন্সি, রেজাউল করিম, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সরকারি কলেজ ছাত্রদলের জিসান, মাহিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়ামুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী মাসুদ সহ উপজেলা পর্যায় এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

 

সজিব

×