ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

মুদি দোকানে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার মালামাল 

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

প্রকাশিত: ২১:৪৫, ১৬ মে ২০২৫; আপডেট: ২২:০৯, ১৬ মে ২০২৫

মুদি দোকানে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার মালামাল 

জয়পুরহাটের ক্ষেতলালে এক মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দুর্বৃত্তরা পুড়ে দিয়েছে।

আজ শুক্রবার ভোররাতে ক্ষেতলাল উপজেলার দক্ষিণ আলমপুর গ্রামে একটি টিনশেড নির্মিত রিপন খানের মুদি দোকানে কে বা কারা আগুন দিয়ে পুড়ে দেয়। 

বিষয়টি জানার পর ঘটনাস্থলে গেলে, দোকান মালিক রিপন খান বলেন, আমি আনুমানিক ভোর ৪ টার দিকে দোকান থেকে বাসায় গিয়ে শুয়ে পড়লে কিছুক্ষণ পরেই আমি সংবাদ তখনই সাথে সাথে এসে দেখি আমার মুদি দোকান সস্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে টিভি এবং ফ্যানসহ মুদি সামগ্রী ছিল।
তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে আমার প্রায় দেড় লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ রিপনের স্ত্রী চাম্পা বেগম বলেন, আমরা কয়েকদিন আগেই দোকানে প্রায় ১ লাখ টাকার মতো মালামাল উঠালাম, সব মালামাল পুরে ছাই হয়ে গেছে, তিনি বলেন দোকান থেকে পেট্রোলের গন্ধ বের হচ্ছে, আমি চাই যারা আমাদের এই ক্ষতি করেছে প্রশাসন দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেক।
আলমপুর গ্রামের বুলু প্রামাণিক, জাহিদুল ইসলাম সাহেদা বেগমসহ কয়েকজন বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে সে বলে দোকানের এসব মালামাল পুরে দিতে হবে সেটা একিবারে অমানবিক ও নিষ্ঠুর কাজ। তারা বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্র নাথ সিং বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

রাজু

×