ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কুয়াকাটায় ফিলিং স্টেশনে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:০২, ১৫ মে ২০২৫

কুয়াকাটায় ফিলিং স্টেশনে গভীর রাতে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি: দৈনিক জনকন্ঠ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় একটি ফিলিং স্টেশনে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৪ মে) দিবাগত মধ্য রাতে কুয়াকাটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আগুনে তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি। পুড়ে গেছে পুরোনো পাম্প মেশিন ও সাতটি খালি ড্রাম। মহাসড়ক ঘেঁষে ফিলিং স্টেশনটির অবস্থান। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখে কাপড় বেঁধে দুই ব্যক্তি ফিলিং স্টেশনের দেওয়াল টপকে আগুন লাগিয়ে সটকে পড়ে পালিয়ে যান। এ সময় সড়কে চলাচল করা অটো চালকরা দেখতে পায়। তারা পাম্পের স্টাফদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফিলিং স্টেশন কর্মী সাদ্দাম হোসেন জানান, ‘রাতে ডিউটি শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুই টায় অটো চালকদের ডাক-চিৎকারে ঘুম ভেঙে যায়। পিছনে গিয়ে পাম্পের পেছনে আগুন জ্বলতে দেখেন। সকলের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন।

ফিলিং স্টেশন মালিক কাদের ফরাজী বলেন, ‘রাতে আমি মোবাইলে খবর পাই পাম্পে আগুন লেগেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি পরিত্যক্ত দুটি পাম্প মেশিন ও ৭টি খালি ড্রামে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজে দেখি অজ্ঞাত দুজন লোক মুখে কালো কাপড় বেধে আগুন দিয়ে পালিয়ে গেছে।’

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, ‘পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

মিরাজ খান

×