
ছবি: দৈনিক জনকন্ঠ
রাত থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কুড়িগ্রাম ও তার আশেপাশে জনজীবনে বিপর্যয় দেখা দিয়েছে।
বৃষ্টির কারণে শহরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের রাস্তা গুলো খানাখন্দ থাকায় বৃষ্টিতে অনেক জায়গায় পানি জমে গেছে। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগে পেড়েছে। বর্তমানে চলছে ধান কাটামাড়াই এর মৌসুম।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫০ দশমিক ৩ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস। নীচু জমির ধানক্ষেতগুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। চরম বিপাকে পড়েছে কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে এ অবস্থায় কাচা পাকা ধান কাটছে।
রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, ‘বুধবার (১৪ মে) রাতে চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টি পাত হয়েছে। বুধবার সারা রাত বৃষ্টি পাত হয়েছে। আগামী ২০ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’
এদিকে বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। অফিস আদালতে চলাচলকারী মানুষ পড়েছেন ভোগান্তিতে।
মিরাজ খান