
ছবি: সংগৃহীত।
নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ প্রধান মনোয়ারা বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অপসারণ চেয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেয় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকরা। এ সময় শিক্ষার্থীরা মনোয়ারা বেগমের অফিস ঘরে তালা ঝুলিয়ে দেয়।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে ওই কর্মসূচিতে অভিভাবক সদস্য আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে শিক্ষক মহুবর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক ভগীরথ চন্দ্র রায়, অভিভাবক মাজেদুর রহমান, দশম শ্রেণির ছাত্র আবু রায়হান ও অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার নুসরাত বক্তব্য রাখেন ।
বক্তারা প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ধরে অবিলম্বে তার অপসারণ চান। না হলে গোটা শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার আলটিমেটাম দেয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠান প্রধানের কক্ষে তালা ঝুলাতে গেলে তার পক্ষে থাকা অফিস সহকারী লায়লা আক্তার বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এর পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর পুলিশ ফিরে গেলে শিক্ষার্থীরা ওই রুমে তালা ঝুলিয়ে দেয়।