
ছবিঃ সংগৃহীত
অবিলম্বে বগুড়ায় বিমানবন্দর চালু, একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পাশাপাশি তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এ দলটির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যা করেছে, পিলখানায় সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছে, শাপলা চত্বরে শত শত আলেমকে গুলি করে হত্যা করেছে এবং সারাদেশে হাজার হাজার নিরীহ মানুষকে গুম ও হত্যা করেছে। এ দলের রাজনীতি এ দেশে চলতে পারে না। জনগণের রক্তে রঞ্জিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
সমাবেশে বগুড়াকে দীর্ঘ ১৬ বছর ধরে সবদিক থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তিনি বলেন, “এই জেলার মানুষকে চাকরি, প্রমোশন, অবকাঠামো সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হয়েছে। বগুড়ার বিমানবন্দর জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি, আন্তর্জাতিক মানের হাসপাতাল চতুর্থ শ্রেণির সেবায় রূপান্তরিত হয়েছে এবং শহীদ চান্দু স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।” ঢাকা-বগুড়া সরাসরি রেললাইন চালুর দাবিও জানান তিনি।
আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বকে অভিযুক্ত করে সারজিস আলম বলেন, “বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন শতবর্ষের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম এবং জেলা ক্রীড়া সংস্থা দখল করে রেখেছে। এ ধরনের আওয়ামী দালালদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”
তিনি ঘোষণা দেন, “বগুড়া থেকেই আওয়ামী প্রতিরোধের যুদ্ধ শুরু হবে। দেশের যেখানেই আওয়ামী দোসরদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি। বক্তব্য রাখেন যুগ্ম-মূখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, এ্যাডভোকেট আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগসহ শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
ইমরান