ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

আওয়ামীলীগের বিরুদ্ধে বগুড়া থেকে ‘প্রতিরোধ যুদ্ধ’ শুরুর ঘোষণা সারজিস আলমের

গণহত্যাকারী আওয়ামীলীগের রাজনীতি এ দেশে চলতে পারে না: বগুড়ায় সারজিস আলম

মাহফুজ মন্ডল, বগুড়া 

প্রকাশিত: ২১:১১, ৩০ এপ্রিল ২০২৫

গণহত্যাকারী আওয়ামীলীগের রাজনীতি এ দেশে চলতে পারে না: বগুড়ায় সারজিস আলম

ছবিঃ সংগৃহীত

অবিলম্বে বগুড়ায় বিমানবন্দর চালু, একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। পাশাপাশি তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এ দলটির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যা করেছে, পিলখানায় সেনা অফিসারদের নির্মমভাবে হত্যা করেছে, শাপলা চত্বরে শত শত আলেমকে গুলি করে হত্যা করেছে এবং সারাদেশে হাজার হাজার নিরীহ মানুষকে গুম ও হত্যা করেছে। এ দলের রাজনীতি এ দেশে চলতে পারে না। জনগণের রক্তে রঞ্জিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

সমাবেশে বগুড়াকে দীর্ঘ ১৬ বছর ধরে সবদিক থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তিনি বলেন, “এই জেলার মানুষকে চাকরি, প্রমোশন, অবকাঠামো সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার হতে হয়েছে। বগুড়ার বিমানবন্দর জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি, আন্তর্জাতিক মানের হাসপাতাল চতুর্থ শ্রেণির সেবায় রূপান্তরিত হয়েছে এবং শহীদ চান্দু স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।” ঢাকা-বগুড়া সরাসরি রেললাইন চালুর দাবিও জানান তিনি।

আওয়ামী লীগের স্থানীয় নেতৃত্বকে অভিযুক্ত করে সারজিস আলম বলেন, “বগুড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন শতবর্ষের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম এবং জেলা ক্রীড়া সংস্থা দখল করে রেখেছে। এ ধরনের আওয়ামী দালালদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”

তিনি ঘোষণা দেন, “বগুড়া থেকেই আওয়ামী প্রতিরোধের যুদ্ধ শুরু হবে। দেশের যেখানেই আওয়ামী দোসরদের পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি। বক্তব্য রাখেন যুগ্ম-মূখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম-সদস্য সচিব তাহসিন রিয়াজ, এ্যাডভোকেট আলী নাসের খান, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগসহ শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

ইমরান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার