ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

প্রায় দেড় যুগ পর বাড়ি ফিরলেন বিএনপি সমর্থক লন্ডন প্রবাসী

বিপ্লব ঘোষ, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ২১:০০, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:০৫, ৩০ এপ্রিল ২০২৫

প্রায় দেড় যুগ পর বাড়ি ফিরলেন বিএনপি সমর্থক লন্ডন প্রবাসী

ছবি: জনকণ্ঠ

দীর্ঘ ১৬ বছর পর নিজ বাড়িতে ফিরলেন নির্বাসিত লন্ডন প্রবাসী ও এনটিভির রাজনৈতিক বিশ্লেষক মো. শাহাদাৎ হোসেন সোহাগ। তিনি বিএনপি সমর্থক।

শাহাদাৎ হোসেন সোহাগ ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হোসাইন।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ২টায় তিনি ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাড়িতে ফেরেন। এসময় বাবা-মা ছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক আদর্শের সমর্থকরা উপস্থিত ছিলেন। 

প্রবাসীকে স্বাগত জানাতে ৫ শতাধিক মোটর সাইকেল বহর ঢাকা-বান্দুরা সড়কের মরিচা ব্রীজে জড়ো হয়। ব্রীজে পৌছলে বিপুল সংখ্যক সমর্থক তাকে ফুলেল অভ্যর্থনা জানান। পরে মোটর সাইকেল বহর সহকারে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। 

যুক্তরাজ্যের লন্ডন প্রবাসী শাহাদাৎ হোসেন সোহাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন ছাত্র-জনতার আন্দোলন ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদের। সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। 

তিনি বলেন, বিগত ১৬ বছর আগে উচ্চ শিক্ষার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের লন্ডনে গিয়েছিলাম। বিগত সরকার তাদের আদর্শের বাইরের লোকদের দমন নিপীড়ন চালিয়েছে। সেই সময়ে আওয়ামী ফ্যাসিস্টদের বাধার মুখে বিগত দীর্ঘ বছর নির্বাসিত ছিলাম। দীর্ঘ এসময়ে তার অনেক স্বজন, বন্ধুদের হারিয়েছি। ইচ্ছা থাকা সত্ত্বেও আমি তাদের মুখটা দেখতে পারিনি। 

তিনি আরও বলেন, কোন রাজনৈতিক পরিচয়ে নয়, দোহার নবাবগঞ্জের মানুষ আমার আত্মার সাথে মিশে আছে। আমি তাদের পাশে আসতে কোন রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন পড়বে বলে মন হয় না। সেই ভালোবাসা থেকে দোহার নবাবগঞ্জবাসীর পাশে আসছি।

তিনি যুক্তরাজ্যে তিনি বাংলাদেশ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরবর্তীতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইট এন্ড ওয়াচসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন বলেও জানান।
 

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার