
ছবি: জনকণ্ঠ
গত মার্চ মাসের মাত্র বিশ দিনের বকেয়া বেতন পরিশোধ দাবিতে বুধবার টঙ্গী এরশাদ নগর খাপাড়া রোড এলাকার সিজন্স গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও জলকামান ব্যবহার করে অবসর করা শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। মহাসড়কে অবরোধ চলাকালে প্রায় ঘন্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয়রা জনকণ্ঠকে জানান, বুধবার বেতন পরিশোধ দাবিতে কারখানায় উৎপাদন বন্ধ করে ৪/৫ শ' শ্রমিক কারখানার সামনে একত্রিত হয়। শ্রমিকরা তাদের কারখানার কাছে এরশাদনগর এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। অবরোধে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশের একটি দল ৩টি সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জনকণ্ঠকে বলেন, পুলিশী একশনে শ্রমিকদের ছত্রভঙ্গ করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শিহাব