
আগামী তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনের নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না।
তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ প্রতিদিন তিন ঘণ্টা সময় অপচয় করে ঢাকায় যাতায়াত করেন। তাদের দুর্ভোগ লাঘবে সরকার এই রেল সংযোগের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার রাজধানীর ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল্লাহ পান্না আরও বলেন, যদি ১৯৯৮ সালে যমুনা সেতুর পরপরই সিরাজগঞ্জে একটি ইকোনোমিক জোন প্রতিষ্ঠা হতো, তাহলে উত্তরাঞ্চলের মানুষকে ঢাকায় এসে চাকরি করতে হতো না। উন্নয়নের জন্য প্রয়োজন সদিচ্ছা—এবং যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, জনগণ তাদের চিরকাল মনে রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাওসার আজম। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সেলিম খান, শামসুল আলম সেতু, চকোর মালিথা, আয়নুল হক, রাশেদুল ইসলাম, তালহা বিন নজরুল, শহীদুল ইসলাম ও বেনজির আহমেদ শুভ্র।
সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাসনাইন তানভীর ইমন, অর্থ সম্পাদক শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক আতিকুল ইসলাম শাকিল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এসএফ