
নিজ উদ্যোগে দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা
চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর জেনে নিজ উদ্যোগে সরিয়ে নিল ব্যবসায়ীরা।
শনিবার সকাল থেকেই পৌরসভা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ, সড়ক ও জনপথ (সওজ) সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা জানতে পারে। এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লিজকৃত যেসব স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যস্থানে উচ্ছেদ হবে।