
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চিকিৎসার অবহেলায় রাফজুল হক (৫৯) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান রাফজুল হক। কিন্তু সেখানে দীর্ঘ সময় ধরে অবস্থান করেও চিকিৎসকের কোনো সেবা না পাওয়ায় মারা যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে নিহতের ছেলে শহিদুল ইসলাম ও রবিউল ইসলাম মারধর করেন। এতে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাফজুলের ছেলে শহিদুল ইসলাম জানান, রোগীর চিকিৎসায় অবহেলা করা হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো চিকিৎসা দেননি তারা। তাই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসক সময়মতো রোগীকে চিকিৎসা দিলে মৃত্যু হতো না।
ঘটনার সত্যতা স্বীকার করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, উত্তেজনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি রোগীর স্বজনরা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রবিবার বিকেলে এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. একেএম শাহাবুদ্দিন জানান, রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাসপাতালে হঠাৎ মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আগামী সোমবার ভুক্তভোগীদের নিয়ে বিষয়টি মীমাংসা করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বিষয়টি জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
আফরোজা