ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সবার চোখে ছিলও বিদায়ের অশ্রু

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৬:৫৫, ২০ এপ্রিল ২০২৫

সবার চোখে ছিলও বিদায়ের অশ্রু

ছবি: জনকণ্ঠ

 

 

রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তন রূপ নিয়েছিলো এক আবেগ ঘন পরিবেশে। সবার চোখে ছিলও বিদায়ের অশ্রু। 

গোটা উপজেলা-বাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।

শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় গণ-সংবর্ধনা শেষে বদলী জনিত কারণে বিদায় জানানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খানকে। 

আর একই মঞ্চে বরন করে নেয়া হয়েছে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরিকে।

মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের চোখের কোণে ছিলও বিদায়ের অশ্রু। 

সবার মুখে ছিলও একটি কথা, আবু আবদুল্লাহ খান শুধু একজন প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন গৌরনদী-বাসীর আস্থার প্রতীক ও আপনজন। 

উপজেলার রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং শিক্ষাক্ষেত্রের প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে তুলে ধরেন বিদায়ী ইউএনওর কর্মযজ্ঞ ও মানবিকতার নানা দিক।
 

নিজের বিদায়ী বক্তব্যে ইউএনও মো. আবু আবদুল্লাহ খান বলেন, গৌরনদী শুধু আমার কর্মক্ষেত্র ছিলোনা, ছিলও আমার ভালোবাসার স্থান। 

এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় হয়ে থাকবে। 

নবাগত ইউএনও রিফাত আরা মৌরিও শুরুতেই জনসেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

তিনি বলেন, এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি হলও মানুষের পাশে দাঁড়ানোর এক মহান সুযোগ।


আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা গড়বো একটি সুন্দর, উন্নত ও মানবিক গৌরনদী। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, বিদায়ী ইউএনওর সহধর্মিণী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন সহ আরও অনেকে।

আবুবকর

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার