
নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র থেকে জানালার গ্রিল ভেঙে রয়েল (৩৫) নামের এক মাদক কারবারি পালিয়ে গেছে। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক রয়েল নবাবগঞ্জ উপজলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত সাকাদ আলীর ছেলে। পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাদক কারবারির পালানোর ঘটনাটি জানাজানি হলে পরিদর্শন করেন নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ভোরে রয়েল নামের এক মাদক কারবারিকে যৌথ বাহিনী ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখেন। সেহরির ব্যস্ত সময়ের সুযোগে ঘরের পেছনের একটি জানালার রড সরিয়ে আসামি পালিয়ে যায়।