ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ২৩:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ভাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগ, শিক্ষক গ্রেফতার

গ্রেফতারকৃত শিক্ষক

ফরিদপুরের ভাঙ্গায় নিজ বিদ্যালয়ের এক শিক্ষাথীকে শ্লীলতাহানি করায় শিক্ষক এর বিচারের দাবীতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঘটনার সাথে জড়িত  ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণি শিক্ষক ও কম্পিউটার অপারেটরকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। 

এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার শিক্ষার্থীর নানা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত প্রধান আসামি সবুজ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিরা হলেন কম্পিউটার অপারেটর বশিরউল্লাহ ও প্রধান শিক্ষকের সহযোগী জনি।  

অভিযোগ সূত্রে জানা যায়, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল দশটা ৪৮ মিনিটে ক্লাস শিক্ষক সবুজ হাওলাদার স্কুলের কম্পিউটার অপারেটর বশীরউল্লাহর যোগসাজসে একটি কক্ষে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের কাছে জড়িতদের শাস্তির দাবি জানান। স্কুলের প্রধান শিক্ষক হায়দার হোসেন জানান, এক শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে খন্ডকালীন দুইজন কম্পিউটার অপারেটর সবুজ হাওলাদার ও বশীরউল্লাহকে মঙ্গলবার সকালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ।

ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) লোকমান হোসেন বলেন, একজন শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে একটি অভিযোগ পেয়েছি এবং প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

শহীদ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার