ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধীদের কমিটির ১৬০ জনের পদত্যাগ

প্রকাশিত: ১১:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধীদের কমিটির ১৬০ জনের পদত্যাগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে পদত্যাগের হিড়িক পড়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

২১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন ১৬০ জন। এ ছাড়া কেন্দ্রের কাছে কমিটি প্রকাশের জবাবদিহিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির একাংশ।

সংবাদ সম্মেলনে ছাত্র প্রতিনিধি মোজাম্মেল হোসেন বলেন, চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের পরও যেভাবে কমিটি দেয়া হয়েছে তা আমাদের মনঃপুত হয়নি। রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদেরও প্রাধান্য দেয়া হয়নি। তাই এই কমিটি বিতর্কিত। আমরা এই কমিটিকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করলাম।

মোজাম্মেল হোসেন আরও বলেন, ’২৪ এর আন্দোলনে শহিদ ও আহতরা যেই ম্যান্ডেডে আন্দোলন করেছে এই কমিটি সম্পূর্ণ তাদের ম্যান্ডেডের বিরুদ্ধে অবস্থান করেছে। এই কমিটি প্রকাশের পর জেলা ও উপজেলার ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে একটি কোন্দল সৃষ্টি হয়েছে। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। তাই, ২১৩ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে প্রায় ১৬০ জন পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তাদের অনেকেই জানতেন না এই কমিটিতে কীভাবে তাদের নাম এসেছে। শুধু এই কমিটিকে বয়কট বিবেচনা করে নতুন কমিটি দিলেই হবে না, কেন্দ্র আমাদের কাছে এই কমিটি নিয়ে জবাবদিহি করতে হবে।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাকিব হোসেন বলেন, ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণার লক্ষ্যে কেন্দ্র যেই আলোচনা করেছে সেখানে যেই কথাগুলো বলেছে বাস্তবে সেই কথা তারা রাখেনি। এই কমিটির মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে বিভক্তি সৃষ্টি করে বৈষম্যের সংগঠনকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। আমরা চাই না কারও কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি প্রশ্নবিদ্ধ হোক। তাই আমরা চাই সবার মতের ভিত্তিতে এই কমিটির গঠন করা হোক। তাই আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানাব, অনতিবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কমিটি দেয়া হোক।

এদিকে বুধবার রাতেই চাঁদপুরের যে কমিটি ঘোষণা করা হয়, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

উল্লেখ্য, গেল ১৮ ফেব্রুয়ারি মো. নাদিম পাটওয়ারীকে আহ্বায়ক ও সৈয়দ সাকিবুল ইসলামকে সদস্য সচিব করে ২১৩ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

সজিব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার