ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ 

প্রকাশিত: ১৯:০৭, ৫ মে ২০২৪

হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি। ছবি সংগৃহীত।

তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে করে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় ব্যাপক শিলাবৃষ্টি হয়। এতে ঘরবাড়িসহ পাকা ধানের ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষকরা জানান, দু’একদিনের মধ্যে যেসব জমি কাটার কথা, সেই জমির ধান বেশি ক্ষতি হয়েছে।

রহিম মিয়া নামে এক রিকশাচালক জানান, শিলাবৃষ্টি মাথায় পড়ার কারণে অনেকে আঘাত পেয়েছেন।

মোস্তফা মিয়া নামে এক কৃষক জানান, আমার বেশির ভাগ জমির ধান কেটে নিয়ে আসছি কিন্তু কয়েকটা জমি বাকি ছিল। কিন্তু শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল।

হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. নুরে আলম সিদ্দিকী জানান, হবিগঞ্জ সদর ও বাহুবলে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে। হয়তো আগামীকাল বিস্তারিত বলা যাবে।
 

 

এম হাসান

×