
ছবি: জনকণ্ঠ
নাটোরের লালপুর উপজেলার আব্দূলপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ৫ ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। ২২ নভেম্বর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানা গেছে। এ ঘটনায় কয়েকটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিলম্ব হয়। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে একটি ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন : ‘কক্সবাজার এক্সপ্রেস’ থামবে শুধু চট্টগ্রামে
জানা যায়, ২২ নভেম্বর দুপুর বারোটা ৪৫ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মালবাহী ট্রেনটি দিনাজপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন লোকবল নিয়ে ঘটনাস্থলে এসে মালবাহী ট্রেনের বগি গুলো উদ্ধার করেন। এতে উত্তরাঞ্চলের সাথে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়। আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।
টিএস