
রাজনৈতিক কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ মৌচাকে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ
সিদ্ধিরগঞ্জে গোদনাইলের সৈয়দপাড়া এলাকার শারমিন স্টিল মিলস লিমিটেড কারখানায় গ্যাসের বিস্ফোরণে জাকারিয়ার (২০) নামে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। বুধবার ভোরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। এর আগে মারা যান একই কারখানার শ্রমিক মোজাম্মেল হক (৩০), শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলাম (৩০)। বিস্ফোরণের ঘটনায় ইকবাল হোসেন (২৫) নামে আরও একজন শ্রমিক এখনো চিকিসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।