ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মে ২০২৪, ১১ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গা পাঁচ যুবককে আটক করলো পুলিশ 

নিজস্ব সংবাদদাতা, মাগুরা  

প্রকাশিত: ১৮:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩

রোহিঙ্গা পাঁচ যুবককে আটক করলো পুলিশ 

রোহিঙ্গা যুবক আটক

মাগুরায় সন্দেহভাজন রোহিঙ্গা পাঁচ যুবককে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। 
শনিবার ভোর রাত ৩ টার দিকে মহাসড়কে পরিবহন বাসে তল্লাশিকালে সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়। আটকৃতরা সকলেই কক্সবাজার উখিয়ার ১ নং কুতুব পালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

আটকৃত যুবকেরা হলো সেলিম (১৯) সাদেকনুর (২৩) আরাফাত (১৭) রবিউল (২৮) সালমান (১৬) এরা সকলেই কক্সবাজার উখিয়ার ১নং কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। 

শ্রীপুর থানা পুলিশ শনিবার ভোর রাত ৩ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শ্রীপুর ওয়াদা মোড় এলাকায় চেক পোস্ট চলাকালীন সময়ে নিউ গ্রিন এক্সপ্রেস নামে একটি পরিবহন বাসে তল্লাশিকালে রোহিঙ্গা যুবকদের আচরণে সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চাই পুলিশ। 
এ সময় তারা নিজেদেরকে রোহিঙ্গা পরিচয় দিয়ে ক্সবাজার কুতুব পালং এর  রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা  বলে স্বীকার করে।  পরে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় এই পাঁচ যুবককে পুলিশে হেফাজতে নেয়া হয়। আজ আদালত তাদেরকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান করেছেন বলে জানায় পুলিশ।
 

এস

×