ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১

বিটিভিতে ‘কারারুদ্ধ নজরুল’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২১, ২৫ মে ২০২৪

বিটিভিতে ‘কারারুদ্ধ নজরুল’

‘কারারুদ্ধ নজরুল’ নাটকের একটি দৃশ্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ শনিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে নাটককারারুদ্ধ নজরুল মো. নজরুল ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। জানা গেছে নাটকে কাজী নজরুল ইসলামের কারাজীবনের খুঁটিনাটি ঘটনা তুলে ধরা হয়েছে। কবিতা  লেখা রাজদ্রোহের অভিযোগে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড দেয় ব্রিটিশ সরকার। জীবনের বিভিন্ন সময়ে তিনি প্রেসিডেন্সি জেল, আলীপুর সেন্ট্রাল  জেল, হুগলি বহরমপুরের জেলখানায় কারাভোগ করেছেন। নজরুলের কারাজীবনকাল ছিল তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নাটকটিতে অভিনয় করেছেন ঝুনা চৌধুরী, সমু চৌধুরী, মোমেনা চৌধুরী, সাম্যসহ আরও অনেকে।

ছাড়াও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্র্রচার হবে আলেখ্যানুষ্ঠানসৃষ্টির মহানন্দে নাসির উদ্দিনের প্রযোজনায় . সৌমিত্র শেখরের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী খান ছন্দা চক্রবর্তী।

আলোচনা আবৃত্তি করবেন নজরুল গবেষক মুন্সি আবু সাইফ। আর রয়েছে শিশুদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি নাটিকার সমন্বয়ে নির্মিত শিশুতোষ অনুষ্ঠান। থাকছে . নাশিদ কামালের গ্রন্থনা উপস্থাপনায় আলোচনানুষ্ঠানমোরা এক বৃন্তে দুটি কুসুম আলোচনায় অংশ নেবেন গবেষক লেখক . বিশ্বজিৎ ঘোষ এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লা। এল রুমা আকতারের প্রযোজনায় প্রচারিত হবে নজরুল সাহিত্য নিয়ে নৃত্যনাট্যচির উন্নত মম শির নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন ওয়ার্দা রিহাব। ছাড়াও রয়েছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থানগুলোর ওপর প্রামাণ্য অনুষ্ঠান।

×