
তাল। প্রতীকী ছবি।
যশোরের কেশবপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে ভরত রায় (৫) নামে এক শিশুর মাথায় তাল পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগডাঙ্গা গ্রামের দাতারাম রায়ের ছেলে ভরত রায় (৫) বাড়ির উঠানে মা ঊষা রানীর পাশে বসেছিল। এ সময় উঠানে থাকা একটি তাল গাছ থেকে শিশুটির মাথার উপরে পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। মা ঊষা রায় তখন গরুর জন্য বিচালি কাটছিলেন।
ঊষা রায় স্বামী পরিত্যক্তা। অত্যন্ত অভাবী হওয়ায় তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।
এম হাসান