
খামারটি পুড়ে ছাই। ছবি: জনকণ্ঠ।
রাণীশংকৈলে আগুনে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮০০ ব্রয়লার মুরগিসহ খামারটি পুড়ে ছাই হয়ে গেছে। ফলে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামার মালিকের দাবি।
রবিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি বগুড়া পাড়া গ্রামের কৃষক শিপন আলীর মুরগির খামারে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন:দীর্ঘদিনের বন্ধু যেভাবে শত্রু হলো
খামারের মালিক শিপন আলী বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৮০০ ব্রয়লার মুরগি, পাঁচটি ফিডের বস্তা ও সব ওষুধ আগুনে পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
এম হাসান