
মাইশা ইসলামের বাড়ি
মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানায় গ্রেফতারকৃতদের মধ্যে মাইশা ইসলামের বাড়ি নাটোর সদর উপজেলার পাবনাপাড়া চাঁদপুর এলাকায়। মাইশার বাবা ও চাচাকে ২ বছর আগে তাদের বাড়ি থেকে বিস্ফোরকসহ বগুড়া ডিবি পুলিশ গ্রেফতার করেছিলো।
'ইমাম মাহমুদের কাফেলা' নামে একটি নতুন জঙ্গি দলের সদস্য মাইশার পিতা সাইদুল ইসলাম দুলাল ও চাচা ফজলুর রহমান দুইজনই জেএমবির সক্রিয় সদস্য। তাদের ২০১৭ সালের ১৪ জানুয়ারি নিজ বাড়ি থেকে বিস্ফোরকসহ গ্রেফতার করেছিলো বগুড়া ডিবি পুলিশ। মাইশার চাচা ফজলুর রহমান কারাগারে থাকলেও মাইশার পিতা সাইদুল ইসলাম জামিনে আছেন। তবে তিনি বাড়িতে অবস্থান করছেন না। তাদের বাড়িতেও বর্তমানে কারও সাড়া শব্দ মেলেনি। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, প্রায় ২ মাস আগে স্থানীয় মসজিদে সোহেল তানজীম রানা নামে একজনের সাথে মাইশার বিয়ে হয়। বিয়ের সময় মাইশার স্বামী সোহল তানজীম রানাকে ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে ঢাকার বাসিন্দা বলে দাবি করেছিলো সে। এরপর আর তাদের এলাকায় দেখা যায়নি। মৌলভীবাজারে মাইশা গ্রেফতার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সরকার বিরোধী এই পরিবার এলাকাবাসীদের সাথে মিশে না। জঙ্গিবাদ জড়িয়ে পড়ায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
এদিকে মাইশা ইসলামের পরিবারের উপর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
এস