ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

নাটোরে শিক্ষা উপকরণ প্রদান

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ২০:৫৫, ৩০ জুলাই ২০২৩

নাটোরে শিক্ষা উপকরণ  প্রদান

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

২০২২-২৩ অর্থবছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অধীনে নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৩৫ শিক্ষার্থীর মাঝে লাখ ৫৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি, ছাত্রীর মাঝে বাইসাইকেল, ৮০ ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ১০ গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা উপজেলা পরিষদ মিলানায়তনে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। উপজেলা নির্বাহী অফিসার  নীলুফা সরকারের সভাপতিত্বে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজউপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউনুচ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।

×