
বিএনপির পদযাত্রা, ছবি: জনকণ্ঠ
নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগের দাবীতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সহস্রাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ পদযাত্রা করেছে।
বুধবার বেলা ১২ টায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়র পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বক্তব্য রাখেন।
তারা বলেন, অবিলম্বে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
টিএস