
দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় যাত্রীবাহী বাসের দীর্ঘ লাইন
ঈদ শেষে কর্মমুখী হচ্ছে কর্মজীবীরা। এতে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি ও লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার যাত্রীবাহী পরিবহনের একটি সারি তৈরি হয়। সকালের দিকে চাপ কম থাকলেও দুপুরের পর থেকে যানবাহন ও যাত্রীদের চাপ বৃদ্ধি পায়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট সরেজমিন ঘুরে এমনি চিত্র দেখা যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন জানান, দৌলত দিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৪টি ছোটবড় ফেরি চলাচল চলছে। তিনি জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী হচ্ছে সাধারণ মানুষ। যে কারণে ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। তবে দুর্ভোগ নেই।