ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আপনাদের সহযোগিতা নিয়েই উন্নয়ন করব ॥ আনোয়ারুজ্জামান

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ২৩:৪২, ১৩ জুন ২০২৩

আপনাদের সহযোগিতা নিয়েই উন্নয়ন করব ॥ আনোয়ারুজ্জামান

সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে নিজের নির্বাচনী প্রচার চালাচ্ছেন

সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে নিজের নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। নগরীর বর্তমান সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর সমাধানে নিজের পরিকল্পনা তুলে ধরছেন ভোটারদের কাছে। পথসভায় উপস্থিত ভোটাররা তাদের সমস্যার কথা তুলে ধরলে, তিনি সেগুলো কিভাবে সমাধান করা হবে, সে বিষয়েও তাদের আশ^স্ত করছেন। তিনি বলছেন, নগরবাসীর সেবা করতেই এসেছি। প্রধানমন্ত্রী আপনাদের সেবা করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের সহযোগিতা  নিয়েই নগরীর উন্নয়ন করব ইনশাআল্লাহ। সিলেট সিটি নির্বাচনের মাত্র ৭ দিন বাকি।

প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। প্রতিটি পাড়া-মহল্লায় প্রার্থীদের প্রচার এখন মুখর। মঙ্গলবার আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট শাখার উদ্যোগে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত কর্মিসভায় আওয়ামী লীগ কেন্দ্র্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে চিকিৎসা ব্যবস্থা দিন দিন আধুনিক হচ্ছে। সেবা প্রদানের মনোভাব নিয়ে দায়িত্ব পালনে চিকিৎসক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি সিলেটবাসীকে ভালোবাসেন।

কোনো ষড়যন্ত্র নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে মাঠে আছি, থাকব। স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলার আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ডা. এমএ আজিজ চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী। 
কেমন সিলেট চাই ॥ ‘কেমন সিলেট চাই’ শীর্ষক মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান বলেন ‘আধুনিক নগরী হিসেবে গড়তে ১শ’ বছরের মাস্টারপ্ল্যান’ করব। পর্যটন নগরী সিলেটকে নিয়ে স্বপ্ন ও প্রত্যাশা অনেক। আগামীর সিলেট নিয়ে স্থানীয় তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের প্রত্যাশা এবং চিন্তাভাবনার কথা জানলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার কাছেই নিজেদের প্রত্যাশার কথা বললেন তরুণরা। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আগামীর সিলেট নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নির্বাচিত হলে নিয়মিত নাগরিক সংলাপের আয়োজন করব। যাতে সবাই নিজেদের সমস্যার কথা বলতে পারেন। 
রিকাবিবাজারে সভা ॥ নগরীর রিকাবিবাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের দল। সরকার, বিশেষ করে শেখ হাসিনা সব সময় সিলেটের উন্নয়নের ব্যাপারে আন্তরিক। 
বাবনা পয়েন্টে সভা ॥ আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় বলেন, সিলেটের ব্যবসায়ীরা নানা সমস্যায় জর্জরিত। তাদের সব সমস্যা সম্পর্কে আমি অবগত। 
ফেঞ্চুগঞ্জবাসীর সঙ্গে মত বিনিময় ॥  সিলেট শহরে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীর ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের আয়োজনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
যুবলীগের প্রচার ॥  সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সুনামগঞ্জ জেলা যুবলীগের প্রচার অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার সুনামগঞ্জ জেলা আওয়ামী  যুবলীগের আহ্বায়ক  ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের নেতৃত্বে  নেতাকর্মী নগরীর  মদিনা মার্কেট  এলাকায় নৌকার প্রচারে অংশ নেন। 
নির্বাচন থেকে সরে গেছে ইসলামী আন্দোলন ॥ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন হাতপাখার প্রার্থী মাহমুদুল হাসান।  সোমবার রাতে নগরীর শিবগঞ্জস্থ এলাকায় হাতপাখার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।

×