
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম শিমুলিয়ায় গাজীখালী নদীর ওপর নির্মিত সেতুর খুঁটির মাটি ধসে গেছে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম শিমুলিয়ায় গাজীখালী নদীর ওপর নির্মিত ব্রিজটির মধ্যবর্তী স্থানের পিলারের গোড়ার মাটি সরে যাওয়ায় ব্রিজটি রয়েছে চরম ঝুঁকির মধ্যে।
গাজীখালী নদীর ওপর নির্মিত ১০০ মিটার দীর্ঘ এই সেতু দিয়ে প্রতিদিন শত শত যানবাহনসহ হাজারো মানুষের চলাচল। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সংস্কার করার দাবি জানান স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শী জানায়, সেতুর পিলারের নিচ থেকে মাটি উত্তোলন করার কারণে সেতুটির তিন নম্বর পিলারের মাটি সরে গিয়ে ৫ থেকে ৬ ফুট পাইলিং বের হয়ে গেছে। ফলে সেতুটি রয়েছে চরম ঝুঁকির মধ্যে।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায় গাজীখালী নদীর উপর নির্মিত ১০০ মিটার দীর্ঘ সেতুটি ২০১০-২০১১ অর্থবছরে নির্মিত হয় এবং এটি নির্মাণে ব্যয় হয় ২ কোটি ৯৬ হাজার টাকা।
দরগ্রাম ইউপি চেয়ারম্যান আলিনুর বকস রতন বলেন, প্রতিদিন ২৫ থেকে ৩০ গ্রামের মানুষ চলাচল করে থাকেন এই সেতু দিয়ে। সেতুটি ক্ষতিগ্রস্ত হলে চরম দুর্ভোগ পোহাবে হাজারো মানুষ। সাটুরিয়া উপজেলা প্রকৌশল নাজমুল করিম বলেন, কি কারণে সেতুর নিচের পিলারের মাটি সরে গেছে তা তার জানা নেই, তবে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।