
ঈদ সামগ্রী বিতরণ
নোয়াখালী হাতিয়ায় ঈদ সামগ্রী বিতরণ করেছে আব্দুল হাই ভূঁঞা পাঠাগার নামে একটি সংগঠন। বুধবার সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী বাজারে বিতরণ করা হয় এই ঈদ সামগ্রী।
জোড়খালী গ্রামের নিন্ম আয়ের দুই শতাধিক পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবারকে দুই কেজি চিনি, দুই কেজি সেমাই ও দুই কেজি আটার একটি করে প্যাকেট দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেজবাহ উদ্দিন বাহার, সাধারন সম্পাদক শাহদাত হোসেন নয়ন, ক্রিড়া সম্পাদক সুনাম উদ্দিন ও সংগঠনের সদস্যরা।
আব্দুল হাই ভূঁঞা পাঠাগার নামে সংগঠনটি ২০২২ সালে ১ মার্চ থেকে তাদের কার্র্যক্রম চালিয়ে আসছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল হাই ভূঁঞা একজন প্রবাসী। তাঁর পাঠানো অনুদান এই সংগঠনের মাধ্যমে সামাজিক বিভিন্ন কাজে ব্যয় করা হয়।
টিএস