
কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য
র্যাব সদস্যদের উপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে আটক করে বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১-এর জেসিও রফিকুল ইসলাম জানান, টঙ্গীর বনমালা এলাকায় মঙ্গলবার বিকালে হামলার ঘটনা ঘটে।
এ সময় তিনটি চাকু, দুটি রড ও তিনটি লাঠি জব্দ করা হয়। র্যাবের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তু ও সোহেল গ্রুপের সদস্যরা সংঘাতে জড়াতে পারে এমন খবর পায় র্যাব।
র্যাবের একটি টহল দল ওই এলাকায় অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালায় কিশোর গ্যাং গ্রুপের ওই সদস্যরা। এতে র্যাবের দুজন সদস্য আহত হন। বুধবার রাতে র্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার টঙ্গী থানায় হস্তান্তর করা হয় ১৩ জনকে।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, র্যাবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএস