ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হালদায় অভিযান: ৭ হাজার মিটার জাল ও নৌকা জব্দ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৩৩, ১১ নভেম্বর ২০২২

হালদায় অভিযান: ৭ হাজার মিটার জাল ও নৌকা জব্দ

অভিযান

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদায় শুক্রবার কুয়াশাচ্ছন্ন ভোর থেকেই অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভোর ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত অভিযানে প্রায় ৭ হাজার মিটার জাল (ঘেরাজাল ও ভাসাজাল), ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ৩টি মাছ ধরার বড়শি জব্দ করা হয়। 

জাল উত্তোলনকালে একাধিক মা মাছ মুক্ত হয়েছে বলে প্রতীয়মান হয়। জাল উত্তোলনকারীরা মা মাছের অংশবিশেষ দেখতে পান।

অভিযানে আইডিএফ মৎস কর্মকর্তা রাব্বানী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীগণ অংশগ্রহণ করেন। হালদায় মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় মনিটরিং অব্যাহত থাকবে।

এসআর

×