
ভ্রাম্যমান আদালত
চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান পরিচালনা করে শুক্রবার রাতে ৯ দোকানিকে জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে এসব দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
হাটহাজারীর ইছাপুর বাজার, বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান। এ সময় জরিমানার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষজনকে সচেতন করা হয়। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান।
তাসমিম