ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

 যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, সাভার 

প্রকাশিত: ২০:০৫, ৪ অক্টোবর ২০২২

 যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

ছিনতাই। প্রতীকী ছবি

আশুলিয়ায় রাজিব হোসেন (৩৪) নামে এক যুবককে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ। 

নিহত রাজিব টাঙ্গাইলের দেলদুয়ার থানার নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামের জাফর মিয়ার ছেলে। সে মোটরসাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। 

জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সকালে রাজিব বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। ১৯ সেপ্টেম্বর রাতে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে দুজন যাত্রী নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হন সে। পরে রাত তিনটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনার পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে রাজিবের মৃত্যু হয়। 
 

এসআর

×