
নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় আগুনে পুড়ে ছয় পরিবার নিঃস্ব হয়ে গেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের পালপাড়ায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, স্বর্ণলংকারসহ ছয় পরিবারের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। আজ শনিবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। আগুনে পালপাড়া গ্রামের মন্টু পাল, বিজয় পাল, অজয় পাল, শিবু পাল, জয় প্রকাশ পাল ও কানু পালের বসতঘর পুড়ে ছাই হয়েছে। বে হতাহতের খবর পাওয়া যায়নি। পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীও ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামের পালপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ওই এলাকার ছয়টি পরিবার এখন নিঃস্ব। রাতে আগুনের খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও বোয়ালখালী উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একযোগে চেষ্টা করে অল্প সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, ফায়ার সার্ভিস যথা সময়ে ঘটনাস্থলে না পৌছলে আরো ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমানে ৬টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ক্ষতিগ্রস্থদের নাম ও ক্ষতির পরিমানের তালিকা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইউএনও ধারনা করেন ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা। ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে চাউল ও টিন বিতরণ করবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।