ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সুপ্রিমকোর্ট বারের এজিএম স্থগিত

প্রকাশিত: ০৯:৫৩, ১২ এপ্রিল ২০২০

সুপ্রিমকোর্ট বারের এজিএম স্থগিত

অনলাইন রিপোর্টার ॥ দেশের সার্বিক করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয়বারের মতো সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। এর আগে গত ৫ এপ্রিল সভাটি হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করে ১৩ এপ্রিল (সোমবার) নির্ধারণ করা হয়েছিলো। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক করোনা পরিস্থিতি অবনতির কারণে এবং সুপ্রিমকোর্টসহ দেশের সরকারি ও আধাসরকারি অফিসগুলো সরকার ছুটি বর্ধিত করায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা পুনরায় স্থগিত করা হলো। করোনা ভাইরাসজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারের সিদ্ধান্তে সামাজিক দূরত্ব কঠিনভাবে বজায় রাখার নির্দেশনা এবং সুপ্রিমকোর্ট বন্ধ থাকায় সোমবার সাধারণ সভা করা সম্ভবপর নয়।‘সুপ্রিমকোর্ট খোলার পর স্থগিত সাধারণ সভার পরবর্তী তারিখ পুননির্ধারণ করা হবে।’
×