ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যের জরিমানা

প্রকাশিত: ০৭:৫৭, ৩১ মার্চ ২০২০

দিনাজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যের জরিমানা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বরেন্দ্রনাথ দেব শর্মা নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম এ রায় প্রদান করেন। জরিমানা প্রদানকারী দেব শর্মা উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম জানান, পরিবেশ বিপন্ন করে সরকারি ইজারা ছাড়াই ভোগনগর ইউনিয়নের গান্ডারা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দেব শর্মাকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
×