ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে প্রবাস ফেরত হোম কোয়ারেন্টাইনে ৬৪৬ জন

প্রকাশিত: ০৫:৫০, ২৯ মার্চ ২০২০

টাঙ্গাইলে প্রবাস ফেরত হোম কোয়ারেন্টাইনে ৬৪৬ জন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ টাঙ্গাইলে প্রবাস ফেরত হোম কোয়ারেন্টাইনের সংখ্যা গত দুই দিনে তুলনা মূলকভাবে কমেছে। তবে হোম কোয়ারেন্টিন থেকে বের হওয়ার সংখ্যা বেড়েছে। জেলায় বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় রোববার সকাল পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে থাকার মানুষের সংখ্যা দাড়াঁলো ৬৪৬ জনে। এছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৯৫১ জন হোম কোয়ারেন্টিন থেকে বের হয়েছে। অপরদিকে ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আইসোলেশন ওয়ার্ডে এক যুবক ভর্তি হয়েছেন। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে পর্যবেক্ষণ করছেন। এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, জেলায় মোট ১ হাজার ৫৯৭ জন বিদেশ ফেরতকে হোম করেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৯৫১ জনকে হোম করেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। এদের মধ্যে চীন, ইতালী, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, ভারত, ওমান, আমেরিকা, ইরাক, কাতার এবং বাহরাইন ফেরত প্রবাসী রয়েছে।
×