ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে বিদেশ ফেরৎ ৩ জন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ মার্চ ২০২০

নরসিংদীতে বিদেশ ফেরৎ ৩ জন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নরসিংদীতে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ আগাম প্রস্তুতি নিয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্তান্ত রোগী শনাক্ত হয়নি। তবে বিদেশ ফেরৎ নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের সামসুদ্দিনের পুত্র কামরুল ইসলাম ওরফে সজল (৪০), হাজীপুরের রুবেল এবং রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগরের শাহ্ মর্তুজ আলীর পুত্র সুমন মিয়া (২৬)-কে নিজ নিজ বাড়ীতে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষন করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনাভাইরাস মোকাবেলা এবং জনগনকে সচেতন করতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে সভাপতি ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জেলার সকল মসজিদে জুম্মার নামাজে দোয়া অনুষ্ঠিত হয়। পরে জেলার সর্বত্র সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অপরদিকে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকায় লিফলেট বিতরণ করেন। এছাড়া জেলার ৬টি উপজেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে এখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হবে। এছাড়া নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদীর ১০০শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালসহ জেলার সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী সর্বোচ্চ সেবা দিতে জেলার সরকারি হাসপাতালগুলো প্রস্তুত বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
×