ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৮:২৪, ৯ মার্চ ২০২০

মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধ  মঞ্চের বিক্ষোভ মিছিল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। প্রতিবাদ সমাবেশে জামাত-শিবির, ছাত্র অধিকার পরিষদসহ ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এছাড়া বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ অস্বীকারকারী রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আহমেদ হাসনাইন, সাধারণ সম্পাদক মিথুন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক ইমরান সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৭ মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসে বাংলাদেশের ৩ জন ব্যক্তি আক্রান্ত হওয়ায় জনস্বার্থে সেটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার জন্য সরকার কর্তৃক আমন্ত্রণ জানানো হয়েছিল। বক্তারা বলেন, বাংলাদেশে নরেন্দ্র মোদীর আসাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে বিএনপি-জামাত ও নুরু গংদের নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার বহুবিধ ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের সচেতন ও শান্তি প্রিয় মানুষদেরকে এসব ষড়যন্ত্রে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তারা। তারা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী জামাত-শিবির-বিএনপি-নুরু গংরা নয়াদিল্লীর ঘটনাকে অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের মাঝে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করেছিল এবং বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক বিনষ্টের ঘৃণ্য অপচেষ্টা করা হয়েছে যা সম্প্রতি জামাত-শিবির-বিএনপি-নুরু গংদের শীর্ষ নেতৃত্বের ভারত বিরোধী বক্তব্যে প্রমাণিত হয়েছে।
×