ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভূমি অধিগ্রহণ শাখার খামখেয়ালীতে সর্বস্ব হারানোর শঙ্কায় ফরিদা আক্তার

প্রকাশিত: ০৫:২১, ২১ জানুয়ারি ২০২০

ভূমি অধিগ্রহণ শাখার খামখেয়ালীতে সর্বস্ব হারানোর শঙ্কায় ফরিদা আক্তার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ পটুয়াখালী ভূমি অধিগ্রহন শাখার খামখেয়ালীতে সর্বস্ব হারানোর শঙ্কায় পড়েছেন গৃহিনী ফরিদা আক্তার। ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিস্টরা এপরিবারের পুরনো পাকা বসতঘরকে নতুন তৈরি স্থাপনা উল্লেখ করায় সঞ্চিত সম্পদ ব্যয়ে র্নিমিত স্বপ্নের বসতভিটা বাড়ীসহ সর্বস্ব হারানোর এমন শঙ্কায় পড়েছেন ফরিদা আক্তার। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, ভূমি অধিগ্রহন শাখায় বারবার যোগাযোগ করলেও কোন সুরহা হয়নি।আজ মঙ্গলবার সকালে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী ইউনিয়নের ফরিদা আক্তার। এসময় তার স্বামী মজিবুর রহমান উপস্থিত ছিলেন। ফরিদা আক্তার বলেন, তার স্বামী মজিবুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া মৌজার জেএল নং-৭১ এর ১৫০ ও ২১০৪ নং এসএ খতিয়ানের ১১৮৪, ১১৯৩, ১১৮৫ নং প্লটের ধানখালী ডিগ্রী কলেজের সামনে ৪৮ শতাংশ জমিতে বাণিজ্যিক বিবেচনায় তিনতলা পাকা স্থাপনা র্নিমাণ করেন। প্রকৌশলীর মাধ্যমে ২০১৪ সালের ৬ মার্চ ডিজাইন ও প্লান তৈরি করে অর্জিত সকল তহবিল বিনিয়োগ করে ২০১৪ সালের নবেম্বর মাসে বাড়ির কাজ শুরু করেন। লিখিত বক্তব্যে ফরিদা আরও জানান, ০২/২০১৭-১৮ এলএ কেসের মাধ্যমে ওই মৌজায় বিদ্যুতকেন্দ্র স্থাপনের জন্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর জন্য ভূমি অধিগ্রহন করলে তার বসতবাড়ি খানা চলে যায়। এসময় অধিগ্রহন তালিকায় তার পুরনো পাকা একতলা ভবনটিকে নতুন তৈরি স্থাপনা হিসাবে উল্লেখ করা হয়েছে। এতে প্রায় কুড়ি লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকসহ ভ’মি অধিগ্রহন শাখায় বারবার ধর্ণা দিলেও কোন সুরাহা পাননি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী গোলাম রব্বানী জানান, ফরিদা আক্তারের আবেদনের প্রেক্ষিতে ভূমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার, কানুনগোসহ মেজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িটি পুরনো এমনটি আমার জানা থাকলেও ভূমি অধিগ্রহন সংক্রান্ত সকল বিষয়ের এখতিয়ার জেলা প্রশাসনের। কাজেই এ বিষয়ে সিদ্বান্ত তারাই দিতে পারবেন। অধিগ্রহন শাখার সার্ভেয়ার মো. আসাদ জানান, ফরিদা বেগমের বাড়িঘর পুরনো হিসাবে তালিকাভূক্ত করার জন্য সুপারিশ করেছেন। সরেজমিনে তদন্তকারী মেজিস্ট্রেট জায়েদ আল হাসান গণমাধ্যমকে জানান, কাগজপত্র নিয়ে ফরিদা বেগমকে দেখা করার পরামর্শ দেন। কানুনগোর সাথে আলোচনা করে কি করা যায় দেখবেন।
×